মোজাম্মেল হক চৌধুরী, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে চেকের মামলায় আদালতের সাজার রায় শুনে পালিয়েছেন এক আসামি। তবে দুই ঘণ্টা পর তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামি হলেন মো. সাইফুল করিম খান। তিনি নগরের হালিশহরের বজলুল করিম খানের ছেলে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে, প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালতে তাঁকে ৬ মাসের সাজা দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় সংশ্লিষ্টদের চোখ ‘ফাঁকি’ দিয়ে পালিয়ে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, আদালতে আসামিকে একটি মামলায় ৬ মাসের সাজা দেওয়া হয়।
পরে আদালত প্রাঙ্গণ থেকে ওই আসামি পালিয়ে যান। তবে বেলা আড়াইটার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।