
মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চটগ্রামের সাতকানিয়া উপজেলায় আজ ২৯ জানুয়ারি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ৮ম অলিম্পিয়াড এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা আনজুমান আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী প্রোগ্রমার আনোয়ার হোসাইন, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকনসহ শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা বক্তব্যে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশকে এগিয়ে নেওয়া আহবান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা অংশ নেওয়া বিজ্ঞান স্টল ঘুরে দেখেন অতিথিরা।