আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

হত্যা মামলার আসামী অস্ত্র সহ গ্রেফতার ১

এম. ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের নেছার হুজুরের বাড়ীর মোরশেদ আলম (৩০) কে গ্রেফতার করেছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার, এসএম শফিউল্লাহ (বিপিএম)’র দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার।

 

সীতাকুন্ড সার্কেল এবিএম নায়হানুল বারী, সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন (পিপিএম), তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এর নেতৃত্তে এসআই মনোয়ার হোসেন, এএসআই রকিবুল ইসলাম সংগীয় ফোর্সসহ গোপনসূত্রের ভিত্তিতে যশোর জেলাধীন অভয়নগর থানা এলাকা হইতে ২৮ জানুয়ারি ও সীতাকুন্ড মডেল থানার মামলা নং-৩০, তারিখ-২৭ ডিসেম্বর ২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোরশেদ আলম (৩০) কে গ্রেফতার করে কোটে সোপর্দ করে।

 

গ্রেফতার কৃত আসামি উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন,বহরপুর গ্রামের নুরুল আবছার কালু ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে তার বাড়ীর সামনে উঠানে দক্ষিণ কোনায় মাটির নিচে পুতা অবস্থায় তার নিজের, দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও কার্তুজ রহিয়াছে।

 

উক্ত তথ্যের ভিত্তিতে আসামী মোরশেদ আলম (৩০) কে নিয়া যশোর জেলা হইতে আসা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৯ জানুয়ারি ২৪ ইং তারিখ সকাল ০৬. উক্ত আসামী মোরশেদ আলম (৩০)-এ দেখানো এবং তাহার নিজ হাতে মাটির নিচ হইতে কালো প্লাষ্টিক দ্বারা মোড়ানো ০১ (এক) টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০২ (দুই)টি কার্তুজ উদ্ধার করেন।

 

উক্ত আসামীর নিজ হেফাজতে অস্ত্র ও কার্তুজ রাখায় তাহার বিরুদ্ধে পৃথক ভাবে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৮ তারিখ- ২৯/০১/২০২৪ ইং ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯(a)(f) রুজু করা হয়। বর্নিত আসামী হত্যার ঘটনায় দোষ স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট জনাব,ফারদিন মুস্তাকিম তাসিন, ৫ নং আদালত, চট্টগ্রামে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ