আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বৈষম্য দূর না হলে মানবাধিকার পরিস্থিতি কখনোই জনবান্ধব হবেনা -টিএইচআরবি

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ
( টিএইচআরবি)’র আয়োজনে “সংবিধানের ১১ অনুচ্ছেদ গণতন্ত্র ও মানবাধিকার” শীর্ষক আলোচনা সভা ১০ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় কোর্ট হিলের এনেক্স ভবনে চট্টগ্রাম জেলা সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংস্থার মহাসচিব সাংবাদিক আবদুল্লাহ মজুমদার এর পরিচালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, এম এ হাশেম রাজু।

তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য- প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
অন্ন, বস্ত্র, বাসস্থানে বৈষম্যের মতো চিকিৎসা সেবায়ও যেখানে বৈষম্য কমছে না সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নামমাত্র বেতন চলছে এখনও। যে বেতন-ভাতার নিয়ম চালু রয়েছে তা থেকে বেরিয়ে আসতে না পারলে অর্থনৈতিক ভারসাম্যের মতো হারিয়ে যাবে স্বাভাবিক জীবন ব্যবস্থা।

বিশেষ অতিথি সাংবাদিক কামরুল হুদা বলেন মানবাধিকার দিবস এখন খাওয়া-দাওয়া অনুষ্ঠান নির্ভর হয়ে পড়েছে, যেখানে গণমাধ্যমে পর্যন্ত স্বাধীনতা নেই সেখানে মানবাধিকার রক্ষা হবে কীভাবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক সুমন বড়ুয়া, মানবাধিকার কর্মী আমির হোসেন খান, জসিম চৌধুরী মিন্টু, সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক লিটন চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইমরান সোহেল, মানবাধিকার কর্মী মোহাম্মদ হানিফ,হেলাল উদ্দিন বাবর ও মানবাধিকার কর্মী মো: মফিজুল আনোয়ার আরফান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ