স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ
( টিএইচআরবি)'র আয়োজনে "সংবিধানের ১১ অনুচ্ছেদ গণতন্ত্র ও মানবাধিকার" শীর্ষক আলোচনা সভা ১০ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় কোর্ট হিলের এনেক্স ভবনে চট্টগ্রাম জেলা সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংস্থার মহাসচিব সাংবাদিক আবদুল্লাহ মজুমদার এর পরিচালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, এম এ হাশেম রাজু।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য- প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
অন্ন, বস্ত্র, বাসস্থানে বৈষম্যের মতো চিকিৎসা সেবায়ও যেখানে বৈষম্য কমছে না সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নামমাত্র বেতন চলছে এখনও। যে বেতন-ভাতার নিয়ম চালু রয়েছে তা থেকে বেরিয়ে আসতে না পারলে অর্থনৈতিক ভারসাম্যের মতো হারিয়ে যাবে স্বাভাবিক জীবন ব্যবস্থা।
বিশেষ অতিথি সাংবাদিক কামরুল হুদা বলেন মানবাধিকার দিবস এখন খাওয়া-দাওয়া অনুষ্ঠান নির্ভর হয়ে পড়েছে, যেখানে গণমাধ্যমে পর্যন্ত স্বাধীনতা নেই সেখানে মানবাধিকার রক্ষা হবে কীভাবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক সুমন বড়ুয়া, মানবাধিকার কর্মী আমির হোসেন খান, জসিম চৌধুরী মিন্টু, সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক লিটন চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইমরান সোহেল, মানবাধিকার কর্মী মোহাম্মদ হানিফ,হেলাল উদ্দিন বাবর ও মানবাধিকার কর্মী মো: মফিজুল আনোয়ার আরফান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.