আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

চকরিয়ায় গোলাগুলিতে নিহত ১

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি প্রকল্পের দখলদারিত্ব নিয়ে গোলাগুলির ঘটনায় শেকাব উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকায় ঘটনাটি ঘটে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, “নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।”

নিহত শেকাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন সংলগ্ন রাবারড্যাম এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে তারা সেখানে গিয়ে শেকাব উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেকাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, “চিংড়ি প্রকল্পের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ