আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রবাসের ৩ ভোটার স্বাক্ষরে তালিকায় থাকায় গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

মীরসরাই সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। (৩ ডিসেম্বর) রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজামান মনোনয়নপত্র বাছাইয়ে এই প্রার্থীর জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর বাছাইয়ে তিন ভোটার প্রবাসে থাকার প্রমাণ পাওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আট জনের মধ্যে বাকি সাত জনের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী,
ইসলামি ফ্রন্ট প্রার্থী আব্দুল মান্নান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আফছার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত ইউসুফ, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) মনোনীত শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে তিন লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ তিন হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ ভোটার সম্পর্কে বাছাই করেছি। এর মধ্যে তিন ভোটার প্রবাসে থাকার প্রমাণ পাওয়ায় ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আটজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চাইলে নির্বাচন কমিশনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনি কমিটির প্রধান সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, নির্বাচনি বিধি অনুযায়ী আমাদের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করবেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫-৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করা যাবে। কমিশন ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবেন।

মোহাম্মদ গিয়াস উদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। মীরসরাই আসনে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান মাহবুব উর রহমান রুহেল।

মীরসরাইয়ে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৮ হাজার ৭৪১, নারী ভোটার এক লাখ ৭৭ হাজার ৭৮২ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ