আজ : সোমবার ║ ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

‘প্রত্যেক শিক্ষার্থীকে দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে’ : এম এ মোতালেব

নিজস্ব প্রতিনিধি:

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, ‘একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে অনেক ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেমন মেধাবৃত্তি প্রদান, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের এই ভূমিকা পালন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ নিজ অবস্থান পরিবর্তনের মাধ্যমে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (১ জুলাই) সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোতালেব আরও বলেন, ‘শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দীন ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ