
মো.ইকবাল হোসেন:
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সাতকানিয়া উপজেলা মিলনায়তনে বিআরডিবি’র আয়োজনে পুরুষ-নারী ২৯ জন উদ্যোক্তার মাঝে ৩৭লাখ ৫০ হাজার টাকার চেক পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ -জোহরা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এমপি নদভী বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে লক্ষ্য করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অনুকূলে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা স্বরূপ সারাদেশে ৩০০শ’ কোটি টাকার মধ্যে প্রথম ধাপে দেড়শ কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রশংসার দাবীদার রাখে।
এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া বিআরডিবি চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, মাস্টার ফরিদুল আলম,মোজাম্মেল হক,সাংবাদিক মাহফুজ নবী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, জহির উদ্দিন, মিলন চন্দ্র গোপ,নাছির উদ্দিন উদ্দীন, সাইদুর রহমান দুলাল, আ ন ম সেলিম চৌধুরী, মোছাদ হোসেন চৌধুরী, নুরু আহমদ প্রমুখ।