আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৎ সাংবাদিকরাই পারে দেশের উন্নয়ন সাধন করতে -কবি মোহাম্মদ জোবায়ের

সাতকানিয়া প্রতিনিধি:

প্রতি মুহুর্তে চট্টগ্রামের সাথে ‘ শ্লোগান নিয়ে পথযাত্রায় সুপথে চলছে চট্টগ্রাম বার্তা ডটকম। আর এরই ধারাবাহিকতায় ১ম বর্ষপূর্তী উদযাপন করে ২য় বর্ষে পদার্পন করল। ৫ সেপ্টেম্বর জুমাবার চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে অবস্থিত বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ ও নির্যাতন প্রতিরোধ সোসাইটি’র দক্ষিণ জেলার কার্যালয়ে সকাল ১০.৩০ টার দিকে চট্টগ্রাম বার্তা ডটকম এর সম্পাদক ইকবাল মুন্না’র সভাপতিত্বে দৈনিক চট্টগ্রাম পোস্ট ও চাটগাঁর সংবাদ এর সাতকানিয়া প্রতিনিধি মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মাননীয় মেয়র, কবি ও লেখক মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, সাংবাদিকদের উচিত লেখনির মধ্যেমে একটা সমাজকে সুন্দর এবং সুদর্শনে রুপান্তর করা। সত্য, নিরপেক্ষ এবং মানবকল্যানে এগিয়ে এসে লিখালিখি করা। তিনি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সৎ সাংবাদিকরাই পারে দেশের উন্নয়ন সাধন করতে। তিনি আরো বলেন, সকল সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ ও পাঠকের মান অনুযায়ী সংবাদ পরিবেশন করতে হবে। যেহেতু একটা সংবাদের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা থাকে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার ব্যুরো প্রধান মোরশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম বার্তা’র উপদেষ্টা ফরহাদুল ইসলাম ( ফরহাদ), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিঠির সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম জিসান, লোহাগাড়া ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার আবু মোছা, শংকর কান্তি দাশ, আবদুল্লাহ আল মামুন, আবুল কাশেম, প্রফেসর জিয়াবুল হক, চট্টগ্রাম বার্তা ডটকম এর বার্তা সম্পাদক রকি দাশ, মোহাম্মদ নাছির, গিয়াস উদ্দীন, মোঃ সাদ্দাম, আবদুল ওয়াহাব,জিয়াবুল, মনজুর আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে কেক কেটে চট্টগ্রাম বার্তা ডটকম এর ১ম বর্ষপূর্তী পালন করে ২য় বর্ষে শুভ যাত্রা করলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ