থানচি বান্দরবান: ধর্মপ্রাণ মুসুলমান সম্প্রদায়ের ত্যাগের মহিমায় দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ স্বাস্থবিধি মেনে পালন করেছে উপজেলার মুসলিম সম্প্রদায়ের লোকজন।
থানচি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ক্বারি আনিছ উল্লাহ মোবারক নামাজে সকাল ৭টায় নামাজে প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা নাছির।
মোনাজাতে থানচিবাসীর জন্য দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে থানচি উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান, তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে ঈদ পালন ও কোরবানির পশু জবাই করে তা স্বাস্থবিধি মেনে চলার জন্য বলেন।
পড়েছেনঃ ৪০৭