
সাতকানিয়া সংবাদদাতা
আজ (২২ জুলাই) বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গ্রামের বাড়ির সামনে সাতকানিয়া-লোহাগাড়া’র গুরুত্বপূর্ণ স্থানের জন্য ১০টি ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা -তুজ -জোহরা ,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী নারগিস আক্তার মুন্নী, হামিদা আক্তার,শূলেখা বড়ুয়া ও যুবলীগ নেতা রুবেল সিকদার প্রমূখ। এসময় সাংসদ নদভী বলেন, অত্যন্ত ধৈর্য ও সাহসের সঙ্গে করোনা ভাইরাস জনিত উদ্ভূত কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সংকটকালে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। হতদরিদ্র দিনমজুর, কৃষক, শ্রমিক, বিধবা নারী, হিজড়াসহ নিম্নআয়ের দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।