
থানচি প্রতিনিধি
টানা প্রায় তিন দিনের বৃষ্টিপাতে বান্দরবানের ঐতিহ্যবাহী সাঙ্গু নদি যেন নতুন জিবন ফিরে পেয়েছে। গত কয়েকদিন আগে ও শুকিয়ে গিয়েছিলো ঝিড়ি ঝর্ণা যেখানে নিত্যপ্রয়োজনে ও গোসলের জন্য ঝিড়ি বা নদির মাজখানে গিয়ে পানির খোজ পাওয়া কঠিন হয়ে যেতো সেখানে এখন থৈ থৈ পানি আর পানি।
উপজেলা সদর থেকে তিন্দু বা রেমাক্রী ইউনিয়নে যেতে মেশিন চালিত নৌকা তিনজন থেকে বেশী যাওয়া যেতনা সেখানে এখন ৫ থেকে ছয়জন যাওয়া সম্ভব হচ্ছে।
তবে, প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধস ও নদিসংলগ্ন বাড়িঘর দোখানপাট,কৃষিখামার নদির গর্ভে তলিয়ে যাওয়র সম্ভাবনা রয়েছে ।
পড়েছেনঃ ৩১১