
সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়া থানা পু্লিশের এস আই জিহাদ আলী ও তার সঙ্গীয় একটি বিশেষ টিম রবিবার (১৩ জুন) সকালে সাতকানিয়া থানাধীন পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকা থেকে কায়সার হামিদ নামের এক আসামিকে গ্রেপ্তার করে। সে ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক দ্রব্য ও পেনাল কোড আইনের সহ মোট ১২ টি মামলা রয়েছে। সে একজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামিকে রবিবার (১৩ জুন) চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়েছেনঃ ৩৯৪