আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় ১২৫ লিটার চোলাইমদসহ ৪ জন আটক

 

সাতকানিয়া সংবাদদাতা 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও চোলাইমদসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেরানীহাট -বান্দরবান সড়কের বাজালিয়া সিএনজি স্টেশন থেকে ১০৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করে। তারা হল, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নিউটন দাশ (৩৫) ও একই এলাকার সবুজ দাশ (৩২)।
একইদিনে পৃথক অভিযানে আরও দুইজন মাদক ব্যবসায়ীকে ২০ লিটার চোলাইমদ ও নগদ দশ হাজার টাকাসহ আটক করে। তারা হল, ছদাহা ইউনিয়নের মোহাম্মদ আলী (৫০) ও মিঠাদীঘি এলাকার মো: লিমন।

এছাড়া, একই দিনে পরোয়ানাভুক্ত এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার আবদুল করিমের ছেলে মো. শফিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার মামলা দায়েরের পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ