
থানচি, বান্দরবান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালক(অনুর্ধ-১৭) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালিকা(অনুর্ধ-১৭) ২১ অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে শনিবার দিনব্যাপী থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ৪টি ইউনিয়ন দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে রেমাক্রী একাদশ ২ বলিপাড়া একাদশ ১ গোলের ব্যবধানে জয়ী হয় রেমাক্রী একাদশ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনী ওসমানী।
বিশেষ অতিথি থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ার,থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াংচিং মারমা (অনুপম), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) নেজাম উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,রেমাক্রী ইউনিয়ন চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রণি),টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা সহ আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী উপস্থিত ছিলেন।