
সাতকানিয়া সংবাদদাতা
শনিবার (২৯ মে) সকাল ৯ টায় কেরানীহাট নিউ মার্কেটে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যান্ডি নামের একটি রেস্টুরেন্ট থেকে এ আগুনের সূত্রাপাত হয়।
ফায়ার সার্ভিস এর ৪ টি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট একসাথে প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস আরও বলেন, নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একজন অফিসার আহত হয়েছেন। এবং আহতদের অক্সিজেন সরবরাহ করেছেন কেরানীহাট মা ও শিশু হাসপাতাল।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসারী বলেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুটি দোকান পুড়ে গেছে।
পড়েছেনঃ ৬৪০