নিজস্ব প্রতিবেদক:
টেরিবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও নুর মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেবের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আজ ২৫ মে বিকেল ৪ টায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি চসিক সাবেক প্যানেল মেয়র ও ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, আলহাজ্ব ফরিদুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহান্মদ আলমগীর, উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোঃ ইদ্রিস, আলহাজ্ব মোহাম্মদ ঈসমাঈল, বাবু টিংকু বড়ুয়া, আলহাজ্ব ওচমান গণি, আলহাজ্ব আবদুল গণি, আলহাজ্ব আহম্মদ হোসেন, আলহাজ্ব দিদারুল আলম, মোঃ ইলিয়াছ, মোঃ সামশুল আলম, পৃষ্ঠপোষক আবদুস ছমদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আহম্মদ হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল হক, নূর মোহাম্মদ সাহেবের নাতি মোঃ বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, অর্থ সম্পাদক আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক আজগর আলী সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা, দপ্তর সম্পাদক বক্কর বিন ইসলাম, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ ইশতিয়াক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ মনজুর এলাহী, মোঃ দিদারুল আলম, সাবেক দপ্তর সম্পাদক ছৈয়দ আমিনুল হক, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম পারভেজ প্রমূখ। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওঃ ইমরানুল হক সাইয়েদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউছুপ তাদী।
বক্তারা বলেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতি’র প্রতিষ্ঠাকালীন থেকে আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেবের অবদান অনস্বীকার্য, তিনি এ সমিতিকে শক্তিশালী করার জন্য ১৯৯০ সালে মেধাবী ব্যবসায়ীদের নিয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলেন।
টেরীবাজারে সন্ত্রাসী, চাঁদাবাজী বন্ধের জন্য সাহসী ভূমিকা পালন করেন। তারই ধারাবাহিতায় আজ সমিতি এই পর্যায়ে পৌঁছেছে। নূর মোহাম্মদ সাহেব টেরীবাজার ব্যবসায়ী সমিতিতে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
পড়েছেনঃ ৪৪৫