
সাতকানিয়া সংবাদদাতা
শনিবার (২২মে) গভীর রাতে উপজেলার নলুয়া, খাগরিয়া অংশের সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মোহাম্মদ জহির (প্রকাশ মিন্টু) কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এসময় আরও দুইজনকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন। তারা হলেন রামুর আব্দুল আমিন ( ২৬) ও বালুখালি ক্যাম্পের মোহাম্মদ ইউনুছ (৩৬) এসময় তাকে আটক করে সাতকানিয়া থানায় প্রেরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ব্যক্তিকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে।
পড়েছেনঃ ৪৫৩