প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২১, ১:৪৭ অপরাহ্ণ
অবৈধভাবে বালু উত্তোলন :মোবাইল কোর্টের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা
শনিবার (২২মে) গভীর রাতে উপজেলার নলুয়া, খাগরিয়া অংশের সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মোহাম্মদ জহির (প্রকাশ মিন্টু) কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এসময় আরও দুইজনকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন। তারা হলেন রামুর আব্দুল আমিন ( ২৬) ও বালুখালি ক্যাম্পের মোহাম্মদ ইউনুছ (৩৬) এসময় তাকে আটক করে সাতকানিয়া থানায় প্রেরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ব্যক্তিকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.