আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় মলত্যাগ করিয়ে ইয়াবা বের করলো পুলিশ

 

সাতকানিয়া সংবাদদাতা

বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। সাতকানিয়া থানা সূত্রো জানা গেছে, কক্সবাজারের উখিয়া থেকে পেটে করে সাতকানিয়ায় ৪ হাজার ইয়াবা নিয়ে আসে পালংখালীর ছালাম। সেই ইয়াবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গোয়াজর পাড়ার মৃত বাদশা ফকিরের ছেলে মো. আবু হানিফকে দেওয়ার জন্য আনা হয়েছিল। ইয়াবা বের করতে রাতে ব্যাপক খাওয়া-দাওয়া সেরে মলত্যাগের জন্য অপেক্ষা করছিলেন হানিফের বাড়িতেই। তবে আর মলত্যাগ করার আগেই খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। সেখানেই মলত্যাগের মাধ্যমে বের করে আনা হয় ৪ হাজার ইয়াবা।

সাতকানিয়া থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনার সঙ্গে হানিফের বড়ভাই আসিফের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ