
মো. ইকবাল হোসেন
গতকাল (১২ মে) বুধবার উপজেলার ছদাহা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড হাঙ্গর রাজঘাটাস্থ শাহ মজিদিয়া নার্সারীর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিক্রয় করার সময় দুই মাদক কারবারি কে আটক করে র্যাব-৭।
আটকরা হলো, ছদাহা ইউনিয়নের ৮নয ওয়ার্ডের মো. সোলাইমান এর ছেলে মো. নাসির উদ্দিন (২৮) ও ছদাহা ৮নং ওয়ার্ডের মো. হোসেন খলিফার ছেলে মো. ইমরান (৫৮)।
র্যাব সূত্রে জানা যায়, আসামীদের লুঙ্গির কোচর হতে ৪,৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ১৩ হাজার টাকা। র্যাব সূত্র আরো জানায়, আটককৃত মাদকব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।