
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় আম গাছ থেকে পড়ে নেছার আলী বাবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মে) দিবাগত রাত ১২টায় সদরঘাটের শাহাজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার আলী বাবর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকার মৃত মোজহারুল হকের ছেলে।
আমপাড়ার জন্য গাছে উঠলে সেখান থেকে পড়ে যান। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাত সাড়ে ১২টার সময় গাছ থেকে পড়া নেছার আলী বাবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ৪৩৫