
বান্দরবান প্রতিনিধি
জাতীয়পুষ্টি সপ্তাহ-২০২১ (২৩-২৯এপ্রিল) উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, বান্দরবান ও লীনপ্রকল্পের যৌথ উদ্যোগে ২৪শে এপ্রিল ২০২১ ইং সকাল ১০ ঘটিকায় জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা কক্ষে শিশু, কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মহিলাদের পুষ্টিবিষয়ক এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এ বছর জাতীয়পুষ্টি সপ্তাহে মুলপ্রতিপাদ্য ছিল “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” অনুষ্ঠানে কিশোরী, গর্ভবতী ও প্রসূতিমহিলাসহ অত্র হাসপাতালে ডাক্তার, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন অং চানু মারমা,ডিষ্ট্রিক্ট টেকনিক্যাল কোর্ডিনেটর, লীন প্রকল্প, বান্দরবান। নয়ন কান্তি দাশ, আর.এম.ও বান্দরবান সদর হাসপাতাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সা সুই চিং মারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষাকর্মকর্তা, সিভিল সার্জনঅফিস, বান্দরবান। আলোচনায় শিশুরপুষ্টি (মায়ের দুধখাওয়ানো) ও যত্ন, কিশোরীদের বয়:সন্ধিকালীন যত্ন, গর্ভবতী ও প্রসূতি মায়েদেও পুষ্টি নিয়ে আলোচনা করা হয় ও আলোচকরা অংশগ্রহনকারীদেও বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। তাছাড়াও আলোচনায় গর্ভবতী মহিলাদের নিয়মিত ওজন নেয়া, আয়রন ফলিকএসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার গুরত্ব বিষয়ে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে। অন্য আলোচনা সভাটি ২৭শে এপ্রিল ২০২১ ইং সকাল ১০টায় বান্দরবান বৌদ্ধ অনাথালয়, রোয়াংছড়ি ষ্টেশন, বান্দরবানে অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় বস্তুু ছিল ‘‘জাতীয়পুষ্টিসপ্তাহ ২০২১ ইং (২৩-২৯ এপ্রিল’২১) উপলক্ষ্যে আশ্রম/মন্দিও ভিত্তিক পুষ্টি বিষয়ক আলোচনা সভা’’ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ডাঃ অং সুই প্রু মারম, সিভিলসার্জন, বান্দরবান। বিশেষ অতিথি ছিলেন সাসুইচিং মারমা,সিনিয়র স্বাস্থ্য শিক্ষাকর্মকর্তা, সিভিল সার্জন অফিস বান্দরবান। হিতৈষীখীসা, জেলা ব্যবস্থাপক, লীনপ্রকল্প, ডাঃ অংসাজাই মারমা, টিমলীডার, স্যাপলিং প্রকল্প, হেলেন কেলারইন্টারন্যাশনাল, অংচানুমারমা, ডিষ্ট্রিক্ট টেকনিক্যাল কোর্ডিনেটর, লীন প্রকল্প, বান্দরবান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষপিক্ষিন্দ্রিয়া থেরো, সদস্য সচিব, বান্দরবান বৌদ্ধ অনাথালয়, রোয়াংছড়ি ষ্টেশন, বান্দরবান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাসুইচিংমারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষাকর্মকর্তা, সিভিলসার্জনঅফিস, বান্দরবান। আলোচনায় বক্তারা পুষ্টির গুরুত্ব বিষয়ে তথ্য বহুল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় শিশুদেও খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য ও মৌলিক সেবা প্রদান বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়াও খাদ্য এবং পুষ্টির বিভিন্ন গ্রুপ ও কার্যক্রম নিয়ে তথ্য বহুল জনসচেতনতা বৃদ্ধিমুলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা শেষে জেলা স্বাস্থ্য বিভাগ, বান্দরবান এর পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য প্যাকেট বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে বিতরন করা হয়।