
মোঃশহিদুল ইসলাম (শহীদ) :
রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলো বাংলাদেশ ছাত্রলীগ থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন শাখা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরীর সন্তান বাবু লেনিন চৌধুরীর আর্থিক ও ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক সহযোগীতায় ২৯ এপ্রিল বিকেলে উপজেলার বলিবাজার একশো রোজাদারের নিকট ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বলিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী অংসিম্যা মারমা,সাংঘঠনিক সম্পাদক সজল কর্মকার। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পলাশ চাকমা,সাধারণ সম্পাদক পলাশ কর্মকার প্রমুখ।
পড়েছেনঃ ৮২৭