
বান্দরবান প্রতিনিধি: জেলার থানচি উপজেলাধিন রেমাক্রী ইউনিয়নের বড় মধক বাজারে আগুনে সুত্রপাতে বাজার পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
আজ ভোর পৌনে ৭টার দিকে বাজারে আগুনের সুত্রপাত হয় আগুনে ২০টি দোখান আগুনে পুড়ে যায় এবং অন্য দোখান ঘর আগুন থেকে রক্ষা করতে ১২টি দোখান ভেঙ্গে ফেলা হয় বলে সুত্রে জানা যায়।
এই বিষয়ে রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা(রণি) প্রতিনিধিকে ফোনে জানান ভোর সকালে বাজারে আগুন ধরে ৪২ দোখান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল উপজেলা সদর থেকে দুর্ঘম ও সড়ক যাতায়ত নৌ পথে দির্ঘসময়ের কারনে পৌছানো সম্ভব হইনী এবং উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কার্যক্রম না থাকায় সংশ্লিষ্ট কারো মন্তব্য নেওয়া সম্ভব হয়নাই।
পড়েছেনঃ ৪৪৮