
নগর শ্রমিক লীগের সভায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের ছাটাইকৃত শ্রমিকদের চাকুরিতে পুনঃবহাল, বকেয়া বেতনভাতা পরিশোধ করে সরকারের উন্নয়ন ভাবমূর্তি রক্ষায় সহযোগিতা করুন
নিজস্ব প্রতিবেদক : অদ্য ০১ নভেম্বর ২০২০ রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় দক্ষিণ খুলশীস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র সাথে তাঁর বাসভবনে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মহানগর রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক ও মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। শ্রমিক লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির ধারা প্রবর্তন করে সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা নিশ্চিত করেছেন। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ। তথ্য-প্রযুক্তির সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। মৌলিক চাহিদা পূরণ করে আমদানিমুখী বাংলাদেশকে দেশের বিভিন্ন জায়গায় শিল্প কারখানা গড়ে তোলে রপ্তানিমুখী দেশে পরিণত করেছেন। লক্ষ লক্ষ বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। করোনা মহামারীকালেও দেশের অর্থনৈতিক চাকা সচল রেখে প্রবৃদ্ধির হার বৃদ্ধি রেখেছেন। দেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশ আজ বিশ্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রোল মডেল হিসেবে পরিচিত। সরকারের এসময়ের উন্নয়ন কর্মকান্ড ধ্বংস করার জন্য চক্রান্তকারীরা দেশে বিদেশে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদেরকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি প্রাতিষ্ঠানিক ও শিল্প কারখানার কর্ণধার ব্যক্তি-মালিকদেরকে শ্রমিক বান্ধব নীতি আদর্শ অনুসরণ করে ছাটাইকৃত শ্রমিকদের চাকুরিতে পুনঃবহালসহ বকেয়া বেতন ভাতাদি পরিশোধ করে সরকারের ভাবমূর্তি রক্ষায়। সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহমেদ, লবণ শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার, বশির আহমদ, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষ ইউনিয়নের সভাপতি বিমান বড়ুয়া, যুগ্ম সম্পাদক আবুল কালাম পাটোয়ারি, পৌর জহুর হকার মার্কেটের দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাশ, পাহাড়তলী শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্যা, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. মোতালেব, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি রূপন মহাজন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্ত্তী, কোস্টারহ্যাজ শ্রমিক ইউনিয়নের নেতা মো. আলমগীর হোসেন, পেশাজীবী শ্রমিক লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, হালিশহর থানা শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কাশেম, চান্দগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন, পাঁচলাইশ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাসেল সিকদার, বাকলিয়া থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বন্দর থানা শ্রমিক লীগের সভাপতি নিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সোহাগ, পতেঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়ার মো. খোকন, বায়েজিদ থানা শ্রমিক লীগের আবদুল আজিজ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি আজগর আলী, আকবর শাহ থানা শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ প্রমুখ নেতৃবৃন্দ।