
মো.ইকবাল হোসেন: বান্দরবান পার্বত্য জেলার অন্তর্গত বান্দরবান সদরে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সংঘবদ্ধতার উদ্দেশ্যে গঠিত হলো “কক্সবাজার স্টুডেন্ট’স ফোরাম-বান্দরবান”।
গতকাল ৩১অক্টোবর শনিবার ০৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী (আংশিক) কমিটির অনুমোদন দেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা বান্দরবান সরকারি কলেজের (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) সহকারী অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা বান্দরবান পার্বত্য জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ।
এতে সভাপতির পদে থাকছেন ইয়াছিন আরফাত সহ-সভাপতির পদে মো. হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন এরফান মাহমুদ মিনহাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কাঞ্চন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু হানিফ, অর্থ সম্পাদক পদে অয়ন ধর, দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন মো. ইয়ারখানুল হক (রাজু) ও প্রচার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম।
অনুমোদিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টাগণ।