
সাতকানিয়া সংবাদদাতা :
২৭ অক্টোবর (সোমবার) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার হাজ্বী মদন মিয়া সড়কের কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়মীলীগের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী সদস্য আলহাজ্ব শাহিদা আকতার জাহান।
শাহিদা আকতার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামীণ অবকাঠামোর অংশ হিসেবে খাগরিয়া মজিদের পাড়ায় তৃতীয় দফায় হাজী মদন মিয়া সড়কে (24 লক্ষ টাকার বরাদ্দে) আরসিসি ঢালাই এর কাজ সম্পন্ন হচ্ছে। যাঁরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের ইঞ্জিনিয়ার কনক বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব, যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আলমগীর, ঠিকাদার মোঃ শফি, আরাফাত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।