আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২ নভেম্বর অক্সফোর্ডের টিকা আসছে

দেশচিন্তা ডেস্ক:

করোনা ভাইরাসের টিকা নিয়ে সুখবর দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে এই টিকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ। এ জন্য লন্ডনের প্রথম সারির একটি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। যদিও ওই হাসপাতালের নাম বা কত জনকে টিকা দেওয়া হবে, সেসব বিষয় এখনো স্পষ্ট নয়।

বার্তা সংস্থা রয়টার্স ও দ্য সান জানায়, ২ নভেম্বর থেকে সাধারণ মানুষের ওপর অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হতে পারে। ওই হাসপাতাল ট্রাস্টের এক কর্মকতাও এ তথ্য স্বীকার করেছেন।

অক্সফোর্ডের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি এই কোভিড টিকার নাম এজেডডি১২২২ বা চ্যাডক্স১এনকোভ-১৯। গত এপ্রিল মাসে অক্সফোর্ডের টিকার লাইসেন্স পায় অ্যাস্ট্রাজেনেকা। আগেই জানা গেছে, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই টিকা। যদিও এই যাত্রাপথে এসেছে প্রতিবন্ধকতাও। গত মাসেই এক স্বেচ্ছাসেবক টিকা গ্রহীতার অজানা রোগ দেখা দেওয়ায় সাময়িকভাবে স্থগিত

হয়ে যায় এর ক্লিনিক্যাল ট্রায়াল। তবে কয়েকদিনের মধ্যে ফের চালুও হয় পরীক্ষা। অ্যাস্ট্রাজেনেকার তরফ থেকে আগেই জানানো হয়েছিল, এই টিকা এক বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ