
বান্দরবান সংবাদদাতা: গত কাল বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী খাল পাড় হতে গিয়ে নিখোজ হয় এক পর্যটক
জানা যায়, গত ২অক্টোবর পর্যটক গাইড শ্রবন ত্রিপুরা থানচি সদর থেকে ১৩ জনের একটি গ্রুপ উপজেলার ১নং রেমাক্রী ইউনিয়ন এলাকা নাফাখুমে ঘুরতে যায় সেখানে ৩ই অক্টোবর আনুমানিক সাড়ে এগারটার সময় রেমাক্রী খাল পাড় হতে গিয়ে পানিতে ডুবে যায়
রবিবার সকালে পানিতে পড়ে নিখোজ পর্যটক কাজী জাকারুল ইসলাম কানন(৩৫) এর লাশ উদ্বার হয় তার পিতাঃ কাজি জহিরুল ইসলাম সাংঃ ঢাকা ক্যান্টমেন্ট ঢাকা উত্তরা।
পর্যটক নিখোজের পর থেকে স্থানীয় জনসাধারণ,বিজিবি,পুলিশ উদ্ধারের চেষ্টা করে এই বিষয়ে থানচি থানার এস আই অনুপ দে এর সাথে ফোনে জানতে চাইলে তিনি লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল ১১টায় নিখোজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছি।
পড়েছেনঃ ৪২৫