
বান্দরবান সংবাদদাতা: জেলার থানচি উপজেলার রেমাক্রী খাল পাড় হতে গিয়ে এক পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে জানা যায় গত ২অক্টোবর পর্যটক গাইড শ্রবন ত্রিপুরা থানচি সদর থেকে ১৩ জনের একটি গ্রুপটি উপজেলার ১নং রেমাক্রী ইউনিয়ন এলাকা নাফাখুমে ঘুরতে যায় সেখা ৩ই অক্টোবর আনুমানিক সাড়ে এগারটার সময় রেমাক্রী খাল পাড় হতে গিয়ে পানিতে ডুবে যায়,পানিতে পড়ে নিখোঁজ পর্যটকের নাম কাজী জাকারুল ইসলাম কানন(৩৫) পিতাঃ কাজি জহিরুল ইসলাম সাংঃ ঢাকা ক্যান্টমেন্ট ঢাকা উত্তরা।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ৩৮বিজিবি আওতাধিন আয়াংরাই ক্রাম্প হতে ১০জনের একটি টহল দল ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত আছে বলে জানা যায়।
এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ারের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন ১৩ জনের পর্যটকের যে গ্রুপটি গেছে তারা থানচিতে আসতেছে আসার পর মধ্যে তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে বিস্তারিত বলা যাবে।