আজ : শনিবার ║ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নির্যাতিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর এই সময়টি অসহায়, বঞ্চিত, নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ১০ দলীয় জোট গঠন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও উন্নয়ন থেকে বঞ্চিত। এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অতীতে ১৯৯১ ও ২০০১ সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি এই এলাকার উন্নয়নে কাজ করেছি। ইনশাআল্লাহ আবারও জনগণের রায় পেলে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনের সময়ে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতা-কর্মীকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দেশ আজ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

শনিবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের কাটাখালি ব্রিজ, দক্ষিণ চরতী, মফজলের দোকান, দুরদুরী বোর্ড অফিস, দ্বীপ চরতী বাজার, উত্তর ব্রাহ্মণডাঙ্গা, তালগাঁও সেন্টার ও তুলাতলী বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করীম, ইউনিয়ন আমীর মুহাম্মদ হাসেম, সেক্রেটারি হারুনুর রশীদ, সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলামসহ মুহাম্মদ জুনাইদুল হক, হাফেজ ঈসা, মনসুর আহমেদ ও সাব্বির আহমেদ সওদাগর।

এ ছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ