আজ : শনিবার ║ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই — মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম–১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

সকাল ১০টায় শুলকবহর আরকান সোসাইটি থেকে এই প্রচারণার উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম–১০ আসনের কাংঙ্খিত ও টেকসই উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচারভিত্তিক সমাজ ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন শিক্ষিত, সৎ ও আদর্শবান মানুষ। তাকে নির্বাচিত করলে চট্টগ্রাম–১০ আসন একটি মডেল আসনে পরিণত হবে ইনশাআল্লাহ।

পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামীর আমীর মাহবুবুল হাসান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রচারণা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, এবি পাটির চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, হালিশহর থানা আমীর ও চট্টগ্রাম ১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাহাড়তলি থানা আমীর নুরুল আলম, শ্রমিক নেতা সেলিম পটোয়ালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণ এবার পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হলো দাঁড়িপাল্লা।

অনুষ্ঠানে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন এবং গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জামায়াত প্রার্থীর বার্তা পৌঁছে দেন। প্রচারণা চলাকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উক্ত প্রচারণা আরকান সোসাইটি থেকে শুরু হয়ে শুলকবহর, শেখ বাহাউল্লাহ, আল মাদানী রোড়, আব্দুল হামিদ রোড়, মির্জাপুর হয়ে মুরাদপুর গিয়ে শেষ হয়।

শেষে নেতৃবৃন্দ চট্টগ্রাম–১০ আসনের সর্বস্তরের জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে বিজয়ী করার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ