
দেশচিন্তা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম।
গণসংযোগকালে তিনি দক্ষিণ হালিশহরের মাদ্রাজীশাহ পাড়া, নেভী হাসপাতাল গেইট এলাকা, কাঁচাবাজার ও হাজী নূরগণি পাড়া ঘুরে সাধারণ জনগণের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন, এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
শফিউল আলম বলেন, “দক্ষিণ হালিশহরবাসী দীর্ঘদিন ধরে অবহেলা, চাঁদাবাজি ও দখলবাজির শিকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই এলাকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ, জনগণের শক্তিতেই পরিবর্তন আসবে।”
গণসংযোগে স্থানীয় মুরব্বি, যুবক, শ্রমজীবী মানুষ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই শফিউল আলমের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ন্যায় ও সততার পক্ষে ভোট দেয়ার আশ্বাস দেন।
গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।










