কোলকাতা প্রতিনিধি:
ভারতের কোলকাতার বাগেশ্রী একাডেমী আয়োজিত শারদ বন্দনায় মহালয়ার শুভ সন্ধ্যায় বাগেশ্রী একাডেমী সংগীত মুখর এক বাগেশ্রী সন্ধ্যা ৮ অক্টোবর বিকেল ৫ টায় গ্যালারী গোল্ডে অনুষ্টিত হয়।
এতে বাগেশ্রী সম্পাদক ভাস্বতী দত্তের তত্বাবধানে ও মৌ গুহের সঞ্চালনায় পরিবেশনায় ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিন্দম মুখোপাধ্যায়, মিতালী সাহা। কর্মসূচীর মধ্যে ছিলো- বাগেশ্রী একাডেমী পরিবেশনায় ও ভাস্বতী দত্তের পরিচালনায় সঙ্গীতালেখ্য গানে রঙীন বাগেশ্রী। যন্ত্রানুষঙ্গেঁ ছিলেন- গৌর সাহা, বুদ্ধ সাধুখাঁ, রঞ্জু নন্দী।
পড়েছেনঃ ৬৬৫