দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের মাতা চট্টগ্রাম মেডিকল কলেজ এন্ড হাসপাতালের সাবেক গাইনি সহায়িকা মিনতী রানী দাশের ৮ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও রামেকে উত্তীর্ণ শিক্ষার্থী নিলয় দেবনাথকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ৮ অক্টোবর সন্ধা ৭টায় সংগঠনের সদস্য আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসীর সভাপতিত্বে কদম মোবারক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেখক কালাম চৌধুরী। আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মানস দাশ গুপ্ত, সংগঠক শওকত আলী সেলিম, প্রদীপ কুমার দে, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, কবি সজল দাশ, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক লাভলু চক্রবর্তী, সংগীতশিক্ষক অচিন্ত্য কুমার দাশ,সংগঠক রতন দাশ গুপ্ত, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সালাউদ্দীন লিটন, সাবেক ছাত্রনেতা নুরুল হুদা চৌধুরী, কংকন দাশ, রোজী চৌধুরী, সুমন চৌধুরী কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া সংবর্ধিত মেডিকেল শিক্ষার্থী নিলয় দেবনাথ প্রমুখ। উপস্থিত ছিলেন কংকন দাশ, রিনাত ফৌজিয়া, মোস্তাফিজুর রহমান মানিক, ইন্দ্রিলা গুহ, অর্পিতা গুহ, ময়না চৌধুরী, তুষ্টি দাশ, পার্থ সরকার, মোঃ জাফর, লিংকন, ছিদ্দিক প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রয়াত মিনতী রানী দাশ একজন আদর্শ মা হিসেবে আজীবন সেবামূলক পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। প্রয়াত মিনতী রানী দাশ সুমাতা হিসেবে আমাদের কাছে একজন শিক্ষিত সন্তান রেখে গেছেন। যে সন্তান আজ একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন একজন সন্তানকে উপযুক্ত ও সুশিক্ষিত করতে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ একজন মাতাই তার সন্তানকে আদর্শিক ও সুশিক্ষিত করতে নিরলস পরিশ্রম করে যায়। তিনি বলেন প্রয়াত মিনতী রানী দাশ একদিকে সেবামূলক পেশার সাথে যেমন জড়িত ছিলেন তেমনি সন্তানকে শিক্ষার আলো দিয়ে সমাজের কল্যাণ নিশ্চিত করে গেছেন। তিনি বলেন আজকে এই ত্যাগী নারী মিনতী রানী দাশের ৮ম মৃত্যুবার্ষিকীতে সদ্য রাজশাহী মেডিকেল কলেজে উত্তীর্ণ শিক্ষার্থী নিলয় দেবনাথকে উৎসাহমূলক শিক্ষাবৃত্তির জন্য নগদ ৩,০০০ টাকা এবং বৃত্তির সনদ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এ মহৎ উদ্যোগ আমাদেরকে প্রত্যেককে আরো ভালো কর্ম সম্পাদনে উৎসাহ যোগাবে। তিনি প্রয়াত মিনতী রানী দাশের আত্মার মাগফেরাত কামনা করেন। সভার শুরুতে শোক সংগীত পরিবেশন করেন অচিন্ত্য কুমার দাশের নেতৃত্বে সংগীতশিল্পীরা।