
সাতকানিয়া সংবাদদাতা: চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ২য় তলায় (১৩ সেপ্টেম্বর) রোববার বিট পুলিশিং অফিস শুভ উদ্ভোধন করেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
এসময় ওসি বলেন, সুশাসন ও মাদক বিরোধী তৎপরতা আরো বৃদ্বি করার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের কোন বিকল্প নেই তিনি আরও বলেন, মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স যেই নীতি আমরা গ্রহন করেছি তাতে এই বিট পুলিশিং কার্যক্রম আরো জোরদার করবে।
এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, বিট অফিসার তাপস চন্দ্র মিত্র, চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ চৌধুরী ও ইউপি সদস্যরা।
পড়েছেনঃ ৩৯৬