
লোহাগাড়া প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকায় পুকুরে ডুবে রুমাইসা জান্নাত (২) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী নুরুল ইসলামের কন্যা।জানা যায়, সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায় রুমাইসা জান্নাত। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার করে। এদিকে, শিশু রুমাইসা জান্নাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পড়েছেনঃ ৩৭৩