আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাঙামাটি শহরে হোটেলের চুলা থেকে আগুন

রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় আগুনে ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১৯ মার্চ বৃহস্পতিবার ভোর রাতের আগুনে পুরো কলেজ গেট বাজারই পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ও মুন্না জানান, রাত সাড়ে ৩টার দিকে কলেজ গেট এলাকার ‘পানাহার হোটেলে’র চুলা থেকে এ আগুনের সূত্রপাত। হোটেলের পাশে বেশ কয়েকটি মুদির দোকানে গ্যাসের সিলিন্ডার মজুত করে রাখা ছিল। সেখানে আগুন লাগায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রতন কান্তি নাথ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মূলত দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পানির স্বল্পতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর বেগ পেতে হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। তিনি জানান, ‘রাত সাড়ে ৩টার দিকে আগুন লেগেছে। বেশিরভাগ দোকান কাঁচা হওয়ায় এবং মুদি দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল। প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ