
বান্দরবানের লামায় ত্রিপুরা পল্লীতে চুলার আগুনে পুড়ে গেছে সাতটি বাড়ি। ১৮ মার্চ বুধবার সাড়ে ১১টার সময় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকিরাম ত্রিপুরা পাড়ায় এই ঘটনা ঘটে।
লামা ফায়ার সার্ভিসের টিম লিডার মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ছুটে আসি। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে জানা গেছে।’
আকিরাম পাড়া এলাকার সাবেক মেম্বার নেলসন ম্যান্ডেলা বলেন, ‘বাড়ির চুলা হতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, লামা ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, পুলিশ ও স্থানীয় জনগণ অংশ নেয়।’
গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ‘ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিকালে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিনটি কম্বল, ২০ কেজি চাল, পেঁয়াজ, রসুন, তেলসহ গৃহস্থালী সরঞ্জাম দেওয়া হয়েছে।’
পড়েছেনঃ ৩৭৬