আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার করোনার পরীক্ষার ভয়ে পালালেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা কাতার প্রবাসী এক রোগী করোনা ভাইরাসের উপসর্গ থাকতে পারে সন্দেহে চিকিৎসা না নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন। বুধবার বিকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকেই পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ওই রোগীর সন্ধানে নেমেছেন।

কাতার প্রবাসী ওই রোগী নাসিরনগর উপেজলার হাওর বেষ্টিত চাতলপাড় ইউনিয়নের ধনতলিয়া গ্রামের বাসিন্দা। তার বয়স ৩০ বছর। গত ৩ মার্চ তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কাতার প্রবাসী ওই রোগী নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুসা চৌধুরী প্রাথমিক চিকিৎসা দিয়ে কাতার প্রবাসী ওই রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। পরে ওই কাতার প্রবাসী রোগী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তির জন্য চতুর্থ তলায় যান। কিছুক্ষণ পরই ওই রোগী হাসপাতালের চতুর্থ তলা থেকে নেমে ফের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সেসময় কর্তব্যরত চিকিৎসক করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হবে বলে তাকে জানান। এসব শোনার পরপর করোনা ভাইরাসের উপসর্গ থাকতে পারে জেনে ভয়ে কাতার প্রবাসী ওই হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুছা চৌধুরী জানান, ‘ওই রোগীর শরীরের তাপমাত্রা ১০০ থেকে ১০১ ডিগ্রি সেলসিয়াস ছিল। নিউমোনিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যায় তিনি ভুগছিলেন। তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলাম। করোনার লক্ষণ থাকায় তাকে পরীক্ষা করা হবে শুনে ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই রোগী। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর আগেই তিনি সরে পড়েন।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন আরও বলেন, ‘বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয় ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ‘বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইন আইন না মানলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। হাপপাতাল থেকে পালিয়ে যাওয়া প্রবাসীর ব্যাপারে পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ