
করোনা সন্দেহে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে একজনকে ভর্তি করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে আসেন ওই রোগী। সন্ধ্যায় এই রোগীকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোগীর দেওয়া তথ্যানুসারে কর্তব্যরত চিকিৎসক সন্দেহ করে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছেন। তবে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত তার কী সমস্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওই রোগীর স্ত্রী জানান, তারা পরিবারসহ চট্টগ্রামে থাকেন। পেশায় কাভার্ট ভ্যানচালক। ৫ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
পড়েছেনঃ ৩৮৪