আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আশুলিয়া যাত্রীবাহী বাস থেকে তরুণীর লাশ উদ্ধার

আশুলিয়া থানার নবীনগরে যাত্রীবাহী একটি বাস থেকে স্যুটকেসবন্দি অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৪) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটকও করতে পারেনি। ১৪ মার্চ শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেবা গ্রিনলাইন (ঢাকা মেট্রো ব-১৫-৩৯৮৭) নামে দূরপাল্লার একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়।

নবীনগরে সেবা গ্রিনলাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন বলেন, ‘বাসটি রাজধানীর গাবতলী থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে যাতায়াত করে। ১৩ মার্চ শুক্রবার দুপুর আড়াইটায় নবীনগর কাউন্টার থেকে ১৯ জনসহ মোট ৪০ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে বাসটি ছেড়ে যায়। পরে আরিচা এলাকায় ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ আসনের এক যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে তাদের জানায় বাসটির স্টাফরা। পরে গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছালে বাসের বক্সে ওই যাত্রীর রেখে যাওয়া একটি কালো রঙের স্যুটকেস পাওয়া যায়। স্যুটকেসটির মালিক না পেয়ে আবারও একই বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।’

এদিকে ওই স্যুটকেসের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। শনিবার রাতে গাবতলী থেকে বাসটি চালক লালু মিয়া, সুপারভাইজার সবুজ শেখ ও হেলপার নয়নকে দিয়ে নবীনগরে পাঠানো হয়। এরপর আশুলিয়া থানা পুলিশ ও পিবিআইর কর্মকর্তারা স্যুটকেস খুলে এক তরুণীর লাশ বের করে আনেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি বলেন, ‘রাতে নবীনগর এলাকায় বাসটির বক্স খুলতেই এর ভেতর থেকে উটকো গন্ধ বের হতে থাকে। পরে পিবিআই ও পুলিশের উপস্থিতিতে কালো রঙের স্যুটকেসটি খোলা হলে ভেতর থেকে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত লাশ বেরিয়ে আসে।’

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, ওই তরুণীকে হত্যার পর লাশ স্যুটকেসে ভরে যাত্রীবেশে কৌশলে বাসের বক্সে রেখে গেছে হত্যাকারী। তরুণীর বয়স আনুমানিক ২৪ বছর হবে। তবে কীভাবে এবং কেন ওই তরুণীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনা সম্পর্কে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ