টাঙ্গাইলে রাসেল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ মার্চ রবিবার সকালে শহরের বেড়াবোচনা বউবাজার এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সকালে ঝুলন্ত অবস্থায় রাসেলের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। রাসেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয়রা জানান।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।’
পড়েছেনঃ ৩৫৯