
শহিদুল ইসলাম শহিদ (প্রতিনিধি) থানচি বান্দরবান:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন পার্বত্য জনপদের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই তাই আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই।
শনিবার বলিপাড়া ইউনিয়নের খাদ্য বান্ধব চাল বিক্রয় কেন্দ্রের ১০ টাকা মূল্যে ৩৫০ জন হত দরিদ্র পরিবারকে চাল বিতরনের সময় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের সাড়ে ২৮ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ভবন শুভ উদ্ভোধন, বলিপাড়া বাজার হাই স্কুলের নব নির্মিত একাডেমিক ভবন উদ্ভোধন ও বলিপাড়া বৌদ্ধ বিহারে সীমা ঘর নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন। পরে বলিপাড়া নিবেদিতা কুমারী মারিয়া ধর্ম পল্লীতে ত্রিপুরাদের নবান্ন উৎসবে যোগদান করেন।
এ সময় বান্দরবানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল জামান, ৩৮ বিজিবি বলিপাড়া জোন কমান্ডার মেজর মোঃ হাবিবুর হাসান (পিএসসি), উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম (মৃদুল), বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, টিংটিংঞো মারমা, পিলিপ্স ত্রিপুরা, থোয়াইহ্লামং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ইয়াছিন মোহাম্মদ, সিভিল সার্জন অংশৈহ্লা মারমা, ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক মংনুচিং মারমাসহ আইনশৃংখলায় নিয়োজিত বাহিনী উপস্থিত ছিলেন।