দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক সবুর শুভ ও সিনিয়র স্টাফ রিপোর্টার ঋত্বিক নয়নকে সম্পৃর্ণ অন্যায্যভাবে এবং কোন প্রকার কারণ দর্শানো ছাড়া গত ৩০ সেপ্টেম্বর চাকুরিচ্যুত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও অর্থ সম্পাদক দীপ আজাদ।
বিএফইউজে নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে মেধাবী এই দুই সাংবাদিকের চাকুরিচ্যুতির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দৈনিক আজাদী পত্রিকায় কর্মরত সংবাদকর্মীদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তাঁরা। অন্যথায় বিএফইউজে নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজকে নিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচী নিয়ে মাঠে নামার হুশিয়ারি দেন।
পৃথক বিবৃতিতে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ দুই সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন।