আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

Take Off Istanbul 2025-এ অংশগ্রহণ করলো বাক্কো প্রতিনিধিদল

দেশচিন্তা ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ১০–১১ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও উদ্যোক্তা সম্মেলন Take Off Istanbul 2025-এ অংশগ্রহণ করলো বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাক্কো সভাপতি জনাব তানভীর ইব্রাহীমের নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা তুলে ধরছে।

বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক, স্টার্টআপ, বিনিয়োগকারী ও শিল্পনেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে স্টার্টআপ প্রদর্শনী, বিনিয়োগকারী বৈঠক, পিচিং সেশন, কর্মশালা ও কী-নোট আলোচনার পাশাপাশি প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীতে বাক্কো প্রতিনিধিদলের অংশগ্রহণকারী সদস্যরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিপিও, আইটিইএস ও প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবাসমূহ আন্তর্জাতিক দর্শনার্থী, বিনিয়োগকারী এবং সম্ভাব্য অংশীদারদের সামনে উপস্থাপন করছেন, যা বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও দৃশ্যমান করছে।

সম্মেলনের অংশ হিসেবে “Regional Start-up Ecosystem: Azerbaijan, Bangladesh, Turkey” শীর্ষক পাবলিক স্পিকিং সেশনে বক্তব্য প্রদান করেন বাক্কো প্রেসিডেন্ট জনাব তানভীর ইব্রাহীম। তিনি আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশের উদীয়মান স্টার্টআপ ও আউটসোর্সিং ইকোসিস্টেম এবং টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে আন্তঃদেশীয় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাক্কো সভাপতি ও জুজ্ |অটোমেশন সলিউশনজ এর কান্ট্রি ডিরেক্টর জনাব তানভীর ইব্রাহীম, মাই আউটসোর্সিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. তানজিরুল বাসার, টেকসলজার বিপিও-এর সিইও ও ফাউন্ডার মো. কাইয়ুম হোসেন, লিভিং ব্র্যান্ডসের কিউরেটর হাবিব রাহমান। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Take Off Istanbul 2025-এ বাক্কোর এই অংশগ্রহণ বৈশ্বিক উদ্ভাবন আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সংগঠনটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাক্কো বিশ্বাস করে, এ ধরনের আন্তর্জাতিক সম্পৃক্ততা দেশের বিপিও ও আইটিইএস খাতের বৈশ্বিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ