আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বায়ুদূষণ রোধ ও পরিবেশ গবেষণা নিয়ে চবির সাথে ক্যাপসের সমঝোতা চুক্তি সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) মধ্যে বায়ুদূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ ও একাডেমিক গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় চবি উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ক্যাপসের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জমান মজুমদার ও চবি ওশানোগ্রাফি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজানা তাসফিয়া।

সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ক্যাপসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

এই চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ‘ক্লিন এয়ার ক্লাব’ (Clean Air Club) গঠন এবং ক্যাপসের কারিগরি সহায়তায় ক্যাম্পাসে এক বছরের জন্য একটি বায়ুর মান পর্যবেক্ষণ যন্ত্র (Air Quality Monitoring Device) স্থাপন করা হবে। পাঁচ বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্প, থিসিস সুপারভিশন এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্সস ইনস্টিটিউটের পরিচালক ও চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ