আজ : বৃহস্পতিবার ║ ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শান্তি বেশি দূরে নয় : পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান

দেশচিন্তা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‌‌‘‘ব্যাপক শান্তি প্রচেষ্টা’’ মূল্যায়ন করছেন তারা। ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তুর্কমেনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশা করছি। শান্তি খুব দূরে নয়; আমরা তা দেখতে পাচ্ছি।’’

তুর্কমেনিস্তানে শুক্রবারের (১২ ডিসম্বর) বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য উপকারী হতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এরদোয়ান বলেছেন, ‘‘কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা উচিত নয়। এমন পরিস্থিতি রাশিয়া ও ইউক্রেন—উভয়েরই ক্ষতি করবে।

তিনি বলেন, কৃষ্ণসাগরে সবার জন্য নিরাপদ নৌ চলাচল প্রয়োজন। এটি নিশ্চিত করতে হবে।

ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা ও একটি জাহাজের মালিক বলেছেন, ‘‘শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালায় রাশিয়া। এতে খাদ্যসামগ্রী বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন আগেই মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল।

সূত্র: রয়টার্স।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ